Sreemangal News 24

Sreemangal News 24

শ্রীমঙ্গলের সুন্দর্য (স্বর্গের কাছাকাছি )

যতোদূর চোখ যায় মসৃণ সবুজে ছাওয়া উচুঁ-নিচু টিলা , উপরে বিসত্মৃত নীলাভ আকাশ । এদিক ওদিক তাকালেই চোখে পড়ে সবুজ বনাণী আর বর্ণিল সব পাখি । চা বাগান , লেক, হাওর, উঁচু নিচু পাহার, ঘন জঙ্গল, খনিজ গ্যাসকূপ আর আনারস, লেবু, পান, আগর ও রাবার বাগান দিয়ে সাজানো অদ্ভুত সুন্দর এই স্থানটির নাম শ্রীমঙ্গল। শুধু তাই নয় বাংলাশের সবচেয়ে বেশি শীত প্রধান অঞ্চল, সবচেয়ে বৃষ্টি প্রধান অঞ্চল হিসেবেও শ্রীমঙ্গল। বৃষ্টিতে ভিজতে কিংবা কন কনে শীত অনুভব করতে আপনি দুটি মৌসুমেই শ্রীমঙ্গল বেড়াতে আসতে পারেন।
sreemangalnews24

sreemangalnews24

sreemangalnews24

sreemangalnews24

sreemangalnews24

sreemangalnews24

 অবশ্যই আগে এই নাম শুনেছেন, কেউ কেউ হয়তো এসেও ছিলেন আর যারা অসেননি শ্রীমঙ্গল সম্পর্কে তারা  ধারণা রাখেন এটি অসাধারণ একটি জায়াগা । আপনার ধারণা ভুল নয় । শ্রীমঙ্গল আপনার মনের মতোই সুন্দর । হয়তো তারও বেশি, যার রূপুরস সবুজ ঘেরা যৌবন যুগে যুগে  বহু কবিু সাহিত্যিকদের মুগ্ধ করেছে । আর দেরি নয় , হাতে সময় পেলেই চলে আসুন নির্সগ ভূবন শ্রীমঙ্গলে । রাজধনী ঢাকা ও চট্টগ্রাম থেকে বাস কিংবা ট্রেনে চলে আসুন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে । এখানে এসে হোটেল রেষ্ট হাউজ কিংবা আত্মীয়ের বাড়ীতে হাতমুখ ধোয়ে খাঁনিকক্ষন বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ুন ‘শ্রী’ সমৃদ্ধ শ্রীমঙ্গলের সৌন্দর্যে, কোন দিকে যাবেন আর কোন দিকে  যাবেন না  সে সিদ্ধান্ত নেওয়াটাই কঠিন হয়ে পড়বে,কারন  । দরকার নেই এতো ভাবনার । একটি রিকশা , মিশুক কিংবা প্রাইভেট কার নিয়ে প্রবেশ করুন চা বাগানের ভিতর , শহর থেকে রিকশায় মাত্র ৩ মিনিটের পথ । চা বাগানের প্রবেশ করা মাত্রই মনে হবে সত্যি এ যেন এক ভিন্ন পরিবেশ । চারপাশে কেবল সবুজের মেলা মাইলের পর মাইল কেবল সবুজ আর সবুজ , কাটিং করা চা গাছগুলো এতো শৃঙ্খলভাবে বসে আছে কখনো মনে হয় , সাগারের ঢেউ আর কখনো মনে হয় বিশাল কোনো সবুজ মাঠ । মনে হবে কোনো দক্ষ শিল্প যেন মনের মাধুরী মিশিয়ে স্তরে স্তরে সবুজকে সাজিয়ে রেখেছে । চা গাছের ফাঁকে ফাঁকে একটি বিশেষ দূরত্বে দাঁড়িয়ে আছে হাজার হাজার ছায়া তরু , যার ডালপালা , শাখা-প্রশাখায় শুনতে পাবেন রঙবেরঙের পাখির কলকাকলি , শহরের কল- কারখানা, গাড়ির শব্দ ব্যস্ততায় কোলাহল অভ্যস্তদের কাছে এটিকে বর্ণাতীত শ্রুতিমধুর লাগবে । একবারো আপনার মনে আসবে না আপনি ব্যস্ত সভ্যতার মানুষ । কানাডিয়ান ফ্রিল্যান্স লেখক এন্টনি আর ডেল্টন শ্রীমঙ্গলে সৌন্দর্যে মুগ্ধ হয়ে একে এক খন্ড স্বর্গ বলে  (স্বর্গের কাছাকাছি ) আখ্যায়িত করেছেন

No comments

Powered by Blogger.