Sreemangal News 24

Sreemangal News 24

শ্রীমঙ্গলের কোর্ট রোড থেকে ৮ লক্ষ টাকা ছিনতাই

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের ৮ লক্ষ টাকা ছিনতাই হয়েছে।


সোনালী ব্যাংক হতে সমুহ টাকা নিয়ে সিএনজি যোগে পুনঃরায় উপজেলা পরিষদে যাবার সময় কোর্ট রোডস্থ জাতীয় যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনে আসলে ২টি মটর সাইকেলে ৫ জনের সংঘবদ্ধ ছিনতাইকারী দল সিএনজির গতিরোধ করে।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আলী ট্রেডার্সের সুপারভাইজার মোঃ সাইদুল ইসলাম সরকারি কাজের বকেয়া বাবদ উক্ত প্রতিষ্ঠানের নামে ৮ লক্ষ টাকার চেক শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হতে গ্রহণ করে সোনালী ব্যাংকে ক্যাশ করেন।


এসময় সিএনজিতে থাকা সাইদুল ইসলাম এর ডান পায়ে আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়, আঘাতের ফলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙ্গে যায়। শ্রীমঙ্গল থানা প্রশাসন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোবাশশেরুল ইসলাম জানান, ছিনতাইকারী দলটি সংঘবদ্ধ ছিল। প্রশাসন বিয়টি তদন্ত করে দেখছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম. নজরুল ইসলাম বলেন, ছিনতাইয়ের বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, বিষয়টি তদন্তাধীন আছে। অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

No comments

Powered by Blogger.