Sreemangal News 24

Sreemangal News 24

ঘোড়ায় চড়ে, ঢোল আর সানাই বাজিয়ে বিয়ে করতে গেলেন রাজু দেব রিটন।

ঘোড়ায় চড়ে, ঢোল আর সানাই বাজিয়ে বিয়ে করতে গেলেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ সম্পাদক রাজু দেব রিটন।


শ্রীমঙ্গল লালবাগ আবাসিক এলাকায় উৎসুক জনতার ভীড়। ঘোড়ায় চড়ে নববধুকে আনতে যাওয়া সড়ক জুড়ে উৎসুক জনতার ভীড়। কৌতূহল মানুষের জিজ্ঞাসা ঘোড়া চড়ে কে বিয়ে করছেন? শ্রীমঙ্গল শহরে ঘোড়ায় চড়ে বিয়ের তেমন একটা রেওয়াজ নেই। ঘোড়ায় চড়ে বিয়ে করা তেমন চোখে পড়ে না মানুষের। তাই উৎসুক জনতার প্রশ্ন কে এই সৌখিন মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করছে। রাত তখন ৯ টা ৩০ মিনিট । 

ঘোড়ায় চড়ে ঢাক আর সানাই বাজিয়ে ০৫ মার্চ সোমবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব এর দ্বিতীয় পুত্র শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন বর হয়ে শ্রীমঙ্গলস্থ লালবাগ আবাসিক এলাকার বাসিন্দা গৌরী শংকর পাল এর মেয়ে সংগীতা পাল পিংকী’কে বধু করে আনতে যান। এই সময় উভয় পক্ষের কয়েকশ মেহমান আনন্দে আত্নহারা হয়ে যান। সকলে ছবি তুলতে ব্যস্থ হয়ে পড়েন। বিবাহেল লগ্ন ভোর ৫টায় সম্পন্ন হয়।আগামী ৯ মার্চ শুক্রবার শ্রীমঙ্গলস্থ শাদী মহল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। বিবাহ অনুষ্ঠানে এছাড়াও শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।ঘোড়ায় চড়ে বিয়ে নিয়ে স্থানীয় কয়েকজন জানান শ্রীমঙ্গল শহরে ঘোড়ায় চড়ে বিয়ে হয় বলে বছরে তা কদাচিৎ। একদম হয়না বলেই চলে। ঘোড়া চড়ে নব বধু স্বামীর বাড়ি যাবার সময় রাস্তার দুপাশে উৎসুক জনতার ভীড় থাকবে।

No comments

Powered by Blogger.